আমরা কখনই অনলাইনে ঋণ/চাকুরি প্রদান করিনা। কারো প্ররোচনায় অর্থ লেনদেন করে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী নয়।

সমন্বিত কৃষিইউনিট

শতফুল বাংলাদেশ ২০১৩ সাল হতে রাজশাহী জেলাস্থ মোহনপুর ও বাগমারা উপজেলার জাহানাবাদ, মৌগাছী, শ্যামপুরহাট, মচমইল ও আচিনঘাট এই ০৫টি শাখার মাধ্যমে পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় ‘সমন্বিত কৃষিইউনিট’-এর কার্যক্রম বাস্তবায়ন করছে। মূলত ‘সমন্বিত কৃষিইউনিট’- ‘কৃষিখাত’, ‘মৎস্য খাত’ ও ‘প্রাণিসম্পদ খাত’নামে ০৩টি খাতে বিভক্ত।

কৃষিখাত:

এর মাধ্যমে উচ্চ ফলনশীল ও উচ্চ মূল্যের নতুন ফসল জাত, ধানের জাত, নিরাপদ সবজি উৎপাদন ও বিপণণ, জৈব বালাইনাশক ও জৈব সারের সঠিক ব্যবহার সৃজন, উচ্চ মূল্যের ফল উৎপাদনে উদ্যোক্তা তৈরি, ছাদ বাগান, বসতবাড়িতে সবজি চাষ, গ্রীষ্মকালীন টমেটো ও তরমুজ চাষ, ট্রাইকো কম্পোষ্ট সার তৈরি ও এর ব্যবহার ইত্যাদি সম্পর্কে সদস্যদের ধারণা প্রদান ও প্রদর্শনী বাস্তবায়ন করছে। এছাড়াও সবজির বীজ, ফেরোমোনলিউর বিতরণ, ফ্রুট ব্যাগ বিতরণসহ নানাবিধ উপকরণ ও প্রশিক্ষণ প্রদান করে আসছে।

মৎস্য খাত:

এর মাধ্যমে পুকুরে মাছের মিশ্রচাষ ও পাড়ে সবজিচাষ, বাহারি মাছের মিনি হ্যাচারি স্থাপন, কুচিয় ামাছ চাষ, পন্ড ডাইকগ্রীনিং. পেনকালচার, খাঁচায় মাছচাষ, ইত্যাদি সম্পর্কে সদস্যদের প্রশিক্ষণ, ধারণা প্রদান ও প্রদর্শনী বাস্তবায়ন করছে।‘প্রাণিসম্পদ খাত’-এর মাধ্যমে মাচায় ছাগল পালন, গাভিপালন, কেঁচো সার উৎপাদন, লেয়ার, ব্রয়লার/সোনালী, দেশী মুরগী পালন, পেকিন হাঁস পালন, কালার ব্রয়লার পালন, হাইড্রোপনিক ফডার, রাজ হাঁসের প্রাকৃতিক হ্যাচারী, বিফ ব্রিড, বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ, উপকরণ ও প্রদর্শনী বাস্তবায়ণ করে সহায়তা প্রদান করছে।

প্রাণিসম্পদ খাত:

এর মাধ্যমে মাচায় ছাগল পালন, গাভিপালন, কেঁচো সার উৎপাদন, লেয়ার, ব্রয়লার/সোনালী, দেশী মুরগী পালন, পেকিন হাঁস পালন, কালার ব্রয়লার পালন, হাইড্রোপনিক ফডার, রাজ হাঁসের প্রাকৃতিক হ্যাচারী, বিফ ব্রিড, বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষণ, উপকরণ ও প্রদর্শনী বাস্তবায়ণ করে সহায়তা প্রদান করছে।