Shataphool Bangladesh এর আরেকজন যোদ্ধার নাম জনাব মো: হুমায়ূন কবির। তিনিও Shataphool Bangladesh এর প্রতিষ্ঠাকালীন প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে Shataphool Bangladesh এর জন্মলগ্ন থেকে একে আজ অব্দি প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার মেধা, দক্ষতা, বাস্তব-অভিজ্ঞতা, ভালোবাসা, মমত্ব, ত্যাগ প্রভৃতির মাধ্যমে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেছেন। বর্তমানে তিনি “পরিচালক (কার্যক্রম)” পদে উন্নীত হয়েছেন। Shataphool Bangladesh এর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধিতে তার প্রত্যক্ষ ও পরোক্ষ নিরলস পরিশ্রম এবং দূরদর্শিতা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি এই প্রতিষ্ঠানের এক মজবুত ভিত্তি।
জনাব মো: হুমায়ূন কবির তার শিক্ষাজীবন শেষ করে Shataphool Bangladesh এর স্বার্থে একমনে আজ অব্দি এই সংস্থায় নিবেদিত হয়ে কাজ করে চলেছেন। প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান, জরুরী ও দুরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করে তাৎক্ষণিক সংস্খাকে সংকট থেকে বের করে এনে এর মশৃণ পথচলা নিশ্চিত করে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তাঁকে সংস্থার ঢালও বলা যায়।