
শতফুল সঙ্গীত বিদ্যালয়
“সংস্কৃতিবান মানুষ তৈরী করাই আমাদের লক্ষ্য”

শিউলী আক্তার
সহকারী পরিচালক (অর্থ), প্রধান (শতফুল সংগীত বিদ্যালয়) শতফুল বাংলাদেশ।
শতফুল বাংলাদেশ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে শতফুল সঙ্গীত বিদ্যালয় অন্যতম। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ অব্দি মাননীয় নির্বাহী পরিচালক মহোদয় জনাব মো: নাজিম উদ্দীন মোল্লা এঁর প্রত্যক্ষ ও পরোক্ষ তত্তাবধানে শতফুল বাংলাদেশ বিভিন্ন সাংস্কৃতিক চর্চা অব্যাহত রেখেছে চলেছে এবং ভবিষ্যতেও রাখবে। বিশেষত বিভিন্ন জাতীয় দিবসে সঙ্গীত পরিবেশন, মনীষিদের জন্ম ও মৃত্যু দিবসে ঐ মনীষী স্মরণে সঙ্গীতানুষ্ঠান পালন, এছাড়াও ছোট বড় ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা ও গুরু পরম্পরায় সঙ্গীত শিক্ষা প্রদানের মাধ্যমে দেশীয় সংস্কৃতি তথা সঙ্গীতের প্রচার ও প্রসারে শতফুল সঙ্গীত বিদ্যালয়ের রয়েছে বিশেষ অবদান। ইতিমধ্যে শতফুল সঙ্গীত বিদ্যালয় বেশ কিছু পেশাদার শিল্পী তৈরী করতে সক্ষম হয়েছে যারা বর্তমানে বাংলাদেশ বেতার রাজশাহী ও বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীত, নজরুল ইত্যাদি বিষয়ের নিয়মিত শিল্পী। শতফুল সঙ্গীত বিদ্যালয়ের রয়েছে সঙ্গীত বিষয়ে বিশেষ দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমন্ডলী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠ হতে বিশেষত সঙ্গীত বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে দক্ষতার সাথে সঙ্গীত শিক্ষা প্রদান করে আসছেন।
সঙ্গীত শিক্ষক মন্ডলী

শিউলী আক্তার
সহকারী পরিচালক (অর্থ), শতফুল বাংলাদেশ, লোকসংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।

পিয়াস কুমার
সিনিয়র ম্যানেজার (ICT), শতফুল বাংলাদেশ। বি.পি.এ. (কন্ঠসংগীত) ও এম.পি.এ. (তবলা), সংগীত বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নজরুল সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।

তুষার মাহমুদ
উপ পরিচালক (কার্যক্রম), শতফুল বাংলাদেশ, বি.এ সম্মান ও এম. এ সম্মান (নজরুল সংগীত), সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। নজরুল সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার ঢাকা ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
মো: মোকসেদ আহমেদ লিটু
সিনিয়র তবলা বাদক, বাংলাদেশ বেতার রাজশাহী।
মো: আইয়ুব আলী
দোতারা শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।

সুলতানা নাসরিন
জুনিয়র ম্যানেজার (মানবসম্পদ), শতফুল বাংলাদেশ, লোকসংগীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ঢাকা।
বেতার ও টেলিভিশনে নিবন্ধিত ছাত্রছাত্রী

মো: বাবু
লোকসংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।

মোসা: শারমিন আক্তার
লোকসংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।

মো: জয়নাল
লোকসংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।

লোকসংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহী।
সঙ্গীত শিক্ষার ধরণ:
সঙ্গীত শিক্ষা প্রদানে শতফুল সঙ্গীত বিদ্যালয় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষণ পদ্ধতি অনুসরণ করে থাকে। কারণ শাস্ত্রীয় সঙ্গীতই পারে একজন শিক্ষার্থীকে সাঙ্গীতীয় সঠিক শিক্ষায় উপযুক্ত করে গড়ে তুলতে। এক্ষেত্রে ব্যবহারিক ও তত্বীয় দুই বিষয়ের উপরেই সমান গুরুত্ব প্রদান করা হয়। একজন শিক্ষার্থী কন্ঠ ও যন্ত্র উভয় বিষয়ে শিক্ষা লাভ করতে পারে। সেক্ষেত্রে সে বিষয়ের তত্বীয় ও ব্যবহারিক দিকে সমান গুরুত্ব প্রদান করা হয়। শতফুল সঙ্গীত বিদ্যালয়ে বর্তমানে কন্ঠসঙ্গীত (শাস্ত্রীয়সঙ্গীত, লোকসঙ্গীত, আধুনিকসঙ্গীত, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত), যন্ত্রসঙ্গীত (হারমোনিয়াম, তবলা, বাঁশি) প্রভৃতি বিষয়ে শিক্ষা প্রদান অব্যাহত রয়েছে।
লক্ষ্য ও উদ্দেশ্য:
শতফুল সঙ্গীত বিদ্যালয়ের সর্বদা লক্ষ্য ও উদ্দেশ্য গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে মূল ধারারপাশাপাশি তাকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতেও আমরা আন্তরিক। সংস্কৃতি চর্চার মাধ্যমে সঠিক সৃজনশীল সাঙ্গীতীয় ব্যক্তি তৈরী করা। অর্থাৎ নিয়মিত চর্চার মাধ্যমে বাংলা ও বাঙালী সংস্কৃতি ধারণ ও প্রসার। বর্তমোনে সঙ্গীত শিক্ষা ও চর্চার নামে কিছু অপসংস্কৃতির তৈরী হয়েছে। যাদের উদ্দেশ্য খুব জলদি বিখ্যাত হওয়া। আমরা এটির সম্পূর্ণ বিরোধী। একটি বাচ্চা যেমন তার শিক্ষাজীবন ক,খ, অ, আ ইত্যাদি হাতে ধরে শিখে অনুশীলন করে আস্তে আস্তে পড়তে ও বলতে শেখে তেমনি একজন ব্যক্তিকে সঠিক সাংস্কৃতিক ও সাঙ্গীতিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাকে সাংস্কৃতিক কর্মী হিসেবে তার মূল্যবোধ তৈরী করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি তাকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতেও আমরা আন্তরিক।
যোগাযোগ:
মোবাইল নং: ০১৭৩৮-২৯২০৭৪
ইমেইল: shataphoolmusicschool@gmail.com