"নির্বাহী পরিচালক"
মো: নাজিম উদ্দীন মোল্লা
Shataphool Bangladesh এর প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক। এই প্রতিষ্ঠানের জন্ম, বেড়ে ওঠা যাঁর হাতে, যার নির্দেশনায় আজ অব্দি Shataphool Bangladesh সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে এবং বিশাল বটগাছের ন্যায় শাখা প্রশাখা বিস্তার করেছে সেই মহান, পরিশ্রমী, উদ্যোমী, ত্যাগী, দয়ালু, সংস্কৃতিবান মানুষ মো: নাজিম উদ্দীন মোল্লা। সেই ২০০০ সালে, যখন Shataphool Bangladesh এর স্বপ্ন বাস্তব আকার লাভ করে, সেই থেকে আজ অব্দি তিনি প্রতিষ্ঠানকে সঠিক নির্দেশনা, শ্রম, ত্যাগ দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন দূর্বার গতিতে।
চরম অর্থকষ্টে থেকেও নিজ পরিশ্রম, মেধায় ও খরচে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এরপর মোহনপুর সরকারী কলেজে শিক্ষকতার মতন মহৎ পেষায় নিজেকে উৎসর্গ করেন । চরম অর্থকষ্টে থেকেও সুযোগ পেলেই সর্বদা নিজেকে সমাজসেবায় নিয়োজিত করেছেন। চেয়েছেন মানুষের দারিদ্র দূরীকরণ ও জীবনমান উন্নত করতে। সেই ইচ্ছাতেই একসময় কলেজের শিক্ষকতার চাকুরী ত্যাগ করে পূর্ণ উদ্যমে শতফুল বাংলাদেশ এর মাধ্যমে মহৎ উদ্দেশ্যে প্রত্যক্ষ জনসেবায় নিজেকে নিয়োজিত করেন । সেই থেকে আজ অব্দি তিনি তথা শতফুল বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসেবায় নিয়োজিত থেকে স্থানীয় তথা জাতীয় আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।