"স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা"
মো: সফিকুল ইসলাম।
অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, (সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোহনপুর, রাজশাহী।)
“Shataphool Bangladesh” এর প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা। সারা দেশ ব্যাপী “Shataphool” নামক বিভিন্ন প্রতিষ্ঠান যেমন: Shataphool Bangladesh, Shataphool School প্রভৃতির প্রতিষ্ঠাতা তিনি। একজন কৃষিজীবি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন জনাব মো: সফিকুল ইসলাম। পিতার সাথে ক্ষেতে লাঙ্গল বেয়ে তারপর পড়ালেখা করেছেন। সংসারের বড় সন্তান হিসেবে সকল দায়িত্ব পালন করে শিক্ষার আলোয় এগিয়ে গেছেন জীবনের কাঙ্খিত লক্ষ্যে। তাইতো শিক্ষার মূল্য হাড়ে হাড়ে বোঝেন তিনি। কৃষিজীবি, খেটেখাওয়া সর্বোপরি সকল স্তরের মানুষকে এগিয়ে নেওয়ার প্রবল ইচ্ছায় বলীয়ান তিনি। সেই ইচ্ছা থেকে “Shataphool Bangladesh” এর জন্ম।
নিজ যোগ্যতায় প্রথমে বিআরডিবি নামক একটি এনজিওতে অতঃপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিসিএস) এ প্রশাসনিক ক্যাডারে ইউএনও পদে জনসেবায় নিযুক্ত হন। চাকরির সুবাদে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়িয়েছেন তিনি। সেই সুবাদে ১৯৯৯ সালে তিনি রাজশাহী জেলার মোহনপুর থানায় বদলি হয়ে আসেন। কথায় আছে, “ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে”। তেমনি তিনি যেখানে গেছেন সেখানেই মানুষের দু:খ দুর্দশা লাঘব, জীবনমান উন্নয়ন, সুশিক্ষা, যুবউন্নয়ন সহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন অকপটে। তারই ধারাবাহিকতায় ২০০১ সালের ০১ জুলাই তারিখে Shataphool Bangladesh এর জন্ম হয়। নিজের উদ্যোগে প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, কমিটি প্রভৃতি তৈরী করে মোহনপুরের দায়িত্ববান লোকেদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের জন্য ০৩ শতাংশ জমি কিনে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন তিনি। যা আজ প্রায় এক হাজার মানুষের কর্মসংস্খানসহ এলাকার সর্বস্তরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিশাল অবদান রেখে চলেছে।
“Shataphool Bangladesh” নামক এই স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠানটি স্যার জনাব মো: সফিকুল ইসলাম এঁর কাছে চির ঋণী।